শরীয়তপুর সখিপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩
1 min readশরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ ও নারীসহ ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার ( ২ ডিসেম্বর ) সকাল ১১টার দিকে উপজেলার সখিপুর ইউনিয়নের ইউসুব আলি সরকার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এ হামলায় আহতরা হলেন- মোসাঃ নাসরিন (৩৭) নাসির উদ্দীন মাদবর (৭০) রাসেল মাদবর (৩৪)।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে শফিউদ্দিন মাদবরের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ এরই জের ধরে শুক্রবার সকালে শফিউদ্দিন মাদবর প্রায় ২০/৩০ ভারাটে সন্ত্রাসী নিয়ে নাসির উদ্দীনের জমি দখল করতে যায়। শফি উদ্দিনের উপস্থিতিতে তার ছেলে আসাদুজ্জামান (হিরু)(৩৫) মেয়ে মুন্নী (৪৫) নাতি অভি(২০) মেয়ে কাকলি (৩৮) মজিতন নেছা(৫০) এতে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে শফি উদ্দিনের লোকজন দেশিও অস্ত্র চাপাতি, শাবল ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে মহিলাসহ ৩ জন আহাত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
এবিষয়ে নাসির উদ্দীন বলেন, আমি জমির মালিক ও ভোগদখলে আছি। এই জমি ভারাটে সন্ত্রাসীদের দিয়ে দখল করতে আসলে বাধা দেওয়া হয়। পরে আমাদের লোকদের উপর অতর্কিত হামলা চালায় শফি উদ্দিন ও তার লোকজন।
এবিষয়ে শফি উদ্দিন বলেন তারা আমাদের উপর হামলা করেছে। আমি স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করবো।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন,
মারামারির ঘটনায় একটি অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে হামলাকারীরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত