সখিপুরে আশ্রয়নের বাসিন্দাদের মাঝে ফ্রী জন্ম নিবন্ধন সনদ ও সব্জির চারা বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে প্রধনমন্ত্রীর দেয়া আশ্রয়নের বাসিন্দাদের মাঝে ফ্রী জন্ম নিবন্ধন সনদ ও সব্জির চারা বিতরণ করা হয়েছে। রবিবার ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সনদ ও চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মামুন।

এ সময় ৫৪টি শিশুর মাঝে জন্মসনদ এবং ৪০টি পরিবারের মাঝে বেগুন ও টমেটো চারা বিতরণ করা হয়।
বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদ সচিব মো. কবির হোসেন, ইউপি মেম্বার আবুল হোসেন, সুমন মুন্সি প্রমুখ।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম স্যার ও জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক ভেদরগঞ্জ উপজেলার প্রতিটি আশ্রয়নে বসবাসকারী শিশুদের জন্মনিবন্ধন প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ “এক টুকরো জমিও অনাবাদি থাকবেনা” তা বাস্তবায়নের লক্ষ্যে সব্জির চারা বিতরণ করা হয়।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.