রোববার সকালে টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাত
1 min readস্টাফ রিপোর্টারঃ
রোববার সকালে টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে মাওলানা সাদ কান্ধলভির বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়েরের অনুসারীদের ইজতেমা।
মোনাজাতে অংশ নিতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে জড়ো হন লাখো মুসল্লি। তাঁরা মাঠে জায়গা না পেয়ে বসে পড়েন সড়কে। শনিবার রাত থেকেই সড়কটির ভোগড়া বাইপাস থেকে আবদুল্লাহপুর পর্যন্ত বন্ধ ছিল যান চলাচল।
রোববার সকাল ১০টায় শুরু হয়ে এ মোনাজাত শেষ হয় ১০টা ২০ মিনিটে। মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয় মোনাজাতে। মোনাজাত শেষে সড়ক-মহাসড়ক ধরে দলে দলে বাড়ি ফেরেন মুসল্লিরা। পথে কেউ ওঠেন বাসে, কেউ পিকআপ ভ্যানে, আবার অনেকে ঝুঁকি নিয়ে ওঠেন ট্রেনের ছাদে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত