উপজেলা কৃষি অফিসের উদ্যোগে দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

1 min read

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

১৫-১৬ জানুয়ারি ২০২৩ ভেদরগঞ্জ উপজেলায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে  অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত  হয়েছে।

কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার সকল ইউনিয়নের মোট ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করে।শরীয়তপুর জেলার  অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে মুখ্য প্রশিক্ষকের পাশাপাশি প্রশিক্ষণ প্রদান করেন,বসতবাড়ীর আঙ্গিনায় বিভিন্ন ধরনের ফল এবং সবজি চাষের পদ্ধতি, রোগ-পোকা দমন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণের শেষ দিন  কৃষিবিদ ড. রবীয়াহ নুর আহমেন উপপরিচালক, কৃষি সম্প্রসারণ: অধিদপ্তর, খামারবাড়ি, শরীয়তপুর এবং জেলা প্রশিক্ষণ অফিসার  কৃষিবিদ মোঃ গোলাম রাসূল, জেলা বীজ প্রত্যয়ন অফিসার  কৃষিবিদ মোঃ রাকিবুল হাসান  এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.