উপজেলা কৃষি অফিসের উদ্যোগে দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
1 min readশরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
১৫-১৬ জানুয়ারি ২০২৩ ভেদরগঞ্জ উপজেলায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার সকল ইউনিয়নের মোট ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করে।শরীয়তপুর জেলার অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে মুখ্য প্রশিক্ষকের পাশাপাশি প্রশিক্ষণ প্রদান করেন,বসতবাড়ীর আঙ্গিনায় বিভিন্ন ধরনের ফল এবং সবজি চাষের পদ্ধতি, রোগ-পোকা দমন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণের শেষ দিন কৃষিবিদ ড. রবীয়াহ নুর আহমেন উপপরিচালক, কৃষি সম্প্রসারণ: অধিদপ্তর, খামারবাড়ি, শরীয়তপুর এবং জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ গোলাম রাসূল, জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোঃ রাকিবুল হাসান এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্পর্কে আপনার মতামত