সখিপুরে ডাকাত ও মাদক সহ ৮ জন গ্রেপ্তার
1 min readবিশেষ প্রতিনিধিঃ
ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় ২৪ মামলার আসামির ডাকাত গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ।
সোমবার (২৪ জানুয়ারী) আধুনিক টেকনোলজি অবলম্বন করে শরীয়তপুরের বিভিন্ন স্থান থেকে তিন জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ভেদরগঞ্জের সাং রামভদ্রপুর চর কোরালতলী বেপারী (বাড়ি) মৃত সিকিম আলী বেপারীর ছেলে আব্বাস বেপারী (৪৭) নারায়নপুর সূর্যমনি ৫ নং ওয়ার্ড ফরিদ খান এর ছেলে সাগর খান(২৬) ও রামভদ্রপুর চর কোরালতলী আব্দুল জলিল গাজীর ছেলে আবুবকর গাজী (৩৯)
এবং শরীয়তপুর- চাঁদপুর নসিংহপুর ফেরীঘাট থেকে ১কেজি খাজা সহ আরো পাঁচ জনকে আটক করেন সখিপুর থানার পুলিশ।
সখিপুর থানার মামলা নং ০৬ ২৪/১/২০২৩ এবং ৩৬(১)সারণিয় ১৯(খ)৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ পস্তুুত করে আদালতে সোপার্দ করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানান যায়
ভেদরগঞ্জ-ডিএমখালি সড়কে গাছ ফেলে একাদিক ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সড়ক আটকে লুটপাট চালায় ডাকাত দল। এ সময় অন্তত ১০-থেকে ১২টি যানবাহন আটকে প্রায় ৩-৪ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা অপরাধ স্বীকার করেছেন বলে জানান সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান হাওলাদার। গ্রেফতারকৃত ডাকাতদেরমধ্যে আব্বাস বেপারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৪ টি মামলা রয়েছে বলে জানান, তবে এধরনের সন্ত্রাস মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত