শরীয়তপুর সদরের কাশীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
1 min readমোঃ মিজানুর রহমান পাহাড়, শরীয়তপুর সদর// শরীয়তপুর জেলার সদর উপজেলাধীন কাশীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা ও আলী আকবর ওয়েল ফেয়ার ট্রাস্ট এর আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়। গত ১১ ও ১২ ফেব্রুয়ারী দু’দিন যাবৎ বার্ষিক ক্রীড়া ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আজ ১৩/০২/২৩ বিকাল ৪ ঘটিকার সময় পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি শরীয়তপুর জেলা প্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ড. মোঃ মোশারফ হোসেন মাসুদ রেজিস্ট্রার, আহসান উল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ঢাকা। জনাব জ্যেতি বিকাশ চন্দ্র, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার। জনাব মোঃ শহীদ হোসেন, শরীয়তপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। জনাব আব্দুস ছালাম হাওলাদার, চিতলিয়া ইউপি চেয়ারম্যান। এছাড়া আলী আকবর ওয়েল ফেয়ার ট্রাস্ট এর আয়োজনে অত্র মাদ্রাসার ১০ জন গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে এককালীন বৃত্তি প্রদান করা হয়। উক্ত পুরষ্কার বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব আব্দুল আওয়াল হাওলাদার।
সংবাদ সম্পর্কে আপনার মতামত