শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

1 min read

অনলাইন ডেস্ক//  শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালন উপলক্ষে সোমবার দিবাগত রাত ১২টা ১মিনিটে শরীয়তপুর পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

এরপর পর্যায়ক্রমে শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান, শরীয়তপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল হক, বীর মুক্তিযোদ্ধারা, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। প্রত্যুষে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ দিনভর নানা আয়োজন রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে।
দিবসটি পালন উপলক্ষে শহীদ মিনারে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি রোধে শহীদ মিনারসহ আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী।

সংবাদ সুত্র// বাংলাদেশ প্রতিদিন

 

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.