এক গৃহ বধুকে জাল টাকা সহ আটক

বিশেষ প্রতিনিধিঃ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ বাজারে ৪ হাজার ৪ শ’ ৮০ টাকা সহ ডলি মোস্তফা (৪৫) নামে এক গৃহ বধুকে আটক করেছে পুলিশ। ডলি মোস্তফা ছয়গাঁও ইউনিয়নের বাসিন্দা মৃত মোস্তফা খানের স্ত্রী।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভেদরগঞ্জ বাজারের সবজির দোকান সুমনের দোকানে জাল টাকা সহ আটক করে ভেদরগঞ্জ থানা পুলিশ। এসময় মহিলার কাছ থেকে ১ হাজার পাঁচ টাকার নোট ৩টি ১ হাজার টাকার নোট ২ টি একশত টাকার নোট ও ২৮ টি ১০ টাকার নোট উদ্ধার করেছে পুলিশ।

সরেজমিনে গিয়ে জানা যায়, ঐ মহিলা বুধবার সকাল ৯ টার সময় বাজারে তরকারি কিনতে আসে। পরে রাজনের গোস্তর দোকানে ১কেজি গোস্ত কিনতে পাঁচ টাকার পাঁচশত টাকা ও আসল ২শ’ টাকা মোট ৭শ’ টাকা দেয়। পরে দোকানদার রাজন বেপারী পাঁচ টাকার নোটগুলি সন্দেহ হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা এসে মহিলাকে আটকে রাখে। পরে ভেদরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।

জানা যায়, ডলি মোস্তফা মাঝে মাঝে বাজারের সকল দোকানেই বাজার করতে জাল নোট দিয়ে।

রাজন বেপারী বলেন,আমার দোকানে এসে এই মহিলা এক কেজি গোস্ত দিতে বলে। পরে আমি গোস্ত দিলে সে আমাকে ৫ টাকার জাল নোটের বান্ডিল দেয়। পরে আমি বলি তাকে এই নোটগুলি পরিবর্তন করে দেন। সে আমার সাথে তর্ক করে। পরে ব্যবসায়ীদের ডাক দিলে তারা এগিয়ে আসে। পরে আমরা পুলিশকে খবর দিলে তারা এসে আমার নাম ঠিকানা লিখে মহিলাকে নিয়ে যায়।

ডলি মোস্তফা বলেন, আমি জানিনা যে এগুলা জাল টাকা।আমার স্বামী মারা যাওয়ার আগে আমাকে এই টাকাগুলো দেন। সর্বশেষ এই কয়টা টাকা ছিলো।আর আজ আমি আমার ছেলের জন্য বই কিনবো। তাই বাজারে আসছি। তাই আজ আমি অযথা ফেঁসে গেলাম

এ বিষয় ভেদরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ (ওসি) বাহালুল খান বাহার বলেন, আমরা গোপন সংবাদ পেয়ে বাজার থেকে ডলি মোস্তফা নামে এক মহিলাকে ৪৪৮০ টাকার জাল নোট সহ গ্রেপ্তার করেছি। শুনেছি সে নিয়মিত বাজার করতো জাল টাকা দিয়েই। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.