প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবধ্য থাকতে হবে- নাহিম রাজ্জাক এমপি
অনলাইন ডেস্ক // ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবধ্য থাকতে হবে।
মঙ্গলবার ( ২৮ ফেব্রুয়ারী) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভেদরগঞ্জ উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মুন্না সিকদারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক এ্যাড,এম জুয়েল আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান হাওলাদার, সহসভাপতি আব্দুর জব্বার রাড়ী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান বেপারী।প্রধান বক্তা ছিলেন কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য নির্মল ঘোষ। ভেদরগঞ্জ উপজেলা সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবুর সঞ্চালনায় নাহিম রাজ্জাক এমপি আরো বলেন, আমি চাই স্বেচ্ছাসেবক লীগ নতুন নেতৃত্বে দেশকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে তাদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও কার্যকরভাবে কাজে লাগাবেন। গত ১৪ বছরে দেশের উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। তা জনগনের সামনে তুলে ধরে আগামী নির্বাচনে নৌকার পক্ষে জনজোয়ার সৃষ্টি করতে পারেন।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসাবে গড়ে তুলতে আজকের স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরাই হবে আগামী দিনের সৈনিক।
সংবাদ সম্পর্কে আপনার মতামত