প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং

সারাদেশের ন্যায় ভূমিহীন ও গৃহহীন পরিবারে আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ের নির্মিত ঘর উদ্বোধন এবং উপকারভোগীদের মাঝে হস্তান্তর বিষয়ে  গোসাইরহাট উপজেলা প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে উপজেলা নির্বাহী অফিসার।

সোমবার (২০মার্চ ) বিকাল ৪ টায় সময় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে৷

প্রেস ব্রিফিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির৷

মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২২ মার্চ বুধবার ৪র্থ পর্যায়ের সারা দেশে ২৯৯২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এর মধ্যে শরীয়তপুর জেলায় ১৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে এবং গোসাইরহাট উপজেলায় ৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে৷

এসময় ইউএনও বলেন, বাংলাদেশে ১ জনও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে গৃহহীনদের ঘর বানিয়ে দেওয়ার কাজ চলমান আছে। তার ধারাবাহিকতায় ৪র্থ পর্যায়ে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ০৮টি, ইদিলপুর ০৮টি, কোদালপুর ২১টি, কুচাইপট্টি ০৭ টি মোট ৪৪ টি পরিবারের মাঝে ঘর বুঝিয়ে দেওয়া হবে। বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে গৃহহীন পরিবারের হাতে তুলে দিবেন৷

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি, কে এম সাইফুল্লাহ কাওসার, দৈনিক যায়যায়দিন পত্রিকার গোসাইরহাট উপজেলা প্রতিনিধি এস এম নাজমুল হোসেন, দৈনিক সরেজমিন পত্রিকার জেলা প্রতিনিধি সাহেদ বাবু, আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি নয়ন দাস, ৭১ টিভির প্রতিনিধি শামিমও সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক হাসানসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.