মায়ের সঙ্গে ঈদ করা হলোনা নড়িয়ার আরিফের
1 min readঅনলাইন ডেস্ক// ঢাকার ইসলামপুরে একটি কাপড়ের দোকানে চাকরি করতেন আরিফ। তিনি নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ছৈয়াল কান্দী গ্রামের মৃত শাজাহান কাজীর ছেলে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে ঈদ করার কথা ছিল। তার জন্য মা, বোন ও ভাগনে-ভাগনীদের জন ঈদের নতুন জামা কাপড় ও কেনা হয়। ঈদের নতুন জামা কাপড় নিয়ে সকালে গ্রামের বাড়ির উদ্দেশ্য রওনা হন। আসার পথেই বাস-ট্রাক সংঘর্ষে মৃত্যু হয় আরিফ কাজীর (২৫)।
বড় ভাই জুয়েল কাজী জানান, আমরা দুই ভাই, এক বোন। আরিফ সবার ছোট। ঈদ উপলক্ষে ইসলামপুর থেকে গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ার উদ্দেশ্য রওনা হয়। পথে ওর এভাবে মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।
নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, আমি খবর পেয়ে নিহতের বাড়িতে যাই। পরিবারের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দিই। পরিবারটিকে আর্থিক সহযোগিতা করা হবে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত