শরীয়তপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকা প্রার্থীর সমর্থকদের উপর হামলা-আহত ৩

1 min read

শরীয়তপুর পত্রিকার প্রতিবেদক 

শরীয়তপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকার প্রার্থীর সমর্থকদের উপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে কমপক্ষে ৩ জন আহত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


আহতরা হলেন, নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব বেপারী (৩০), সিদ্দিকুর রহমান (৩৫) ও হৃদয় মীর (৩০)। তারা প্রত্যেকেই নৌকার প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় নৌকা প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীমের নির্বাচনী কার্যালয়ে বসে নির্বাচনী আলোচনা করছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব বেপারীসহ বেশ কয়েকজন ছাত্রলীগের নেতা ও কর্মী। এসময় স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী তার সমর্থকদের নিয়ে ওই পথ দিয়ে নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে দু’পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা বিরুদ্ধে নৌকা প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালায় ও অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করে বলে অভিযোগ উঠে। হামলায় আসাদুজ্জামান বিপ্লবসহ ৩ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলার বিষয়ে নড়িয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিমেল সরদার বলেন, আমরা অফিসে বসে নৌকা মার্কার প্রচারণার বিষয়ে আলোচনা করছিলাম। এসময় স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর অনুসারী হারুন খলিফা, আশিক, সাহিন, রবিন আলামিন, সুজনসহ বেশ কয়েকজন আমাদের অফিসে হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী বলেন, আমি নির্বাচনী প্রচারণার অংশ নিতে আমার সমর্থকদের নিয়ে ওই এলাকা দিয়ে আসছিলাম। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লবসহ ৩০ থেকে ৩৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার গতিরোধ করে। এসময় তারা আমার সমর্থক হারুন খলিফাকে তারা মারধর করে। পরে আমার লোকজনসহ এলাকাবাসী বিপ্লবকে ধাওয়া করেছে। তবে কোনো ক্লাব ভাঙচুরের ঘটনা ঘটেনি।

জানতে চাইলে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা শুনেছি। এ ঘটনায় ৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে নির্বাচনী অফিস ভাঙচুরের বিষয়ে শুনিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.