খালেদ শওকত আলীর মনোনয়ন বাতিল

1 min read

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য খালেদ শওকত আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৩ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে জেলার ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

নিয়ম অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে একজন প্রার্থীকে নির্বাচনি এলাকার মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর মনোনয়ন পত্রের সঙ্গে জমা দিতে হয়। তবে খালেদ শওকত আলীর ক্ষেত্রে তার জমা দেওয়া ওই তালিকায় ৬ জন ভোটারের স্বাক্ষর জাল হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে জানান জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ।

এ প্রসঙ্গে খালেদ শওকত আলী বলেন, দলীয় প্রার্থী নির্বাচনে ভয় পাচ্ছেন বলেই তার সঙ্গে এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটানো হয়েছে। নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে মনোনয়নপত্র বৈধ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.