শরীয়তপুরে কালবৈশাখী চলাকালীন টিকটক ভিডিও বানাতে গিয়ে যুবকের মৃত্যু

1 min read

শরীয়তপুরে কালবৈশাখী চলাকালীন টিকটক ভিডিও বানাতে গিয়ে শাহিন পাহাড় (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ মে) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহিন পাহাড় শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচরা এলাকার নুর মোহাম্মদ পাহাড়ের ছেলে।

একই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একই এলাকার মুজিবুর খানের ছেলে সজীব খান (২০)।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল কালবৈশাখী চলাকালীন স্থানীয় আলমগীর বেপারীর নির্মাণাধীন ভবনে টিকটক ভিডিও বানাচ্ছিলেন দুই বন্ধু শাহিন পাহাড় ও সজীব খান। এসময় ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের তাৎক্ষনিক ঢাকায় নেওয়া হয়। এক সপ্তাহ চিকিৎসা চলার পর আজ সকালে শাহিন পাহাড় মারা যায়। তার বন্ধু সজীব হাসপাতালে চিকিৎসাধীন।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন  বলেন, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শাহীন ও তার বন্ধু সজীব শরীয়তপুর শহরের আলমগীর বেপারীর নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। নির্মাণাধীন ভবনটিতে ঝড়ের সঙ্গে তারা টিকটক ভিডিও বানাতে গিয়েছিল। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩ তারিখ বেলা ১১টার দিকে শাহীন পাহাড়ের মৃত্যু হয়েছে।

নিহতের কাকা এলিম পাহাড় বলেন, ‘শাহিন আমার আদরের ভাতিজা ছিল। সে কখনো কারও সঙ্গে ঝগড়া-বিবাদ করেনি। তবে একটু মোবাইলের শখ ছিল। ঝড়ের সময় টিকটক ভিডিও করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সে মারা যায়।’

 

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.