মৃত বাবাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নড়িয়া চান্দনী গ্রামের সোলাইমানের

1 min read

অনলাইন//  শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে সোহরাব সরদারের মৃত্যু হয়। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে ছেলে সোলাইমান সরদার (৩৫) হাসপাতালে আসার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

আজ সোমবার দুপুরের দিকে নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এ ঘটনা ঘটেছে। নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি গ্রামের নিহত বাবা সোহরাব সরদারের চার ছেলে-মেয়ের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী সোলায়মান সরদার বড়।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি গ্রামে সোহরাব সরদারের বাড়ি। দীর্ঘদিন ধরে সোহরাব সরদার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত থাকার কারণে দুবাইপ্রবাসী ছেলে সোলায়মান সরদার বাবাকে দেখতে বাড়ি এসেছিলেন। সোহরাব সরদার অসুস্থ হওয়ার পর তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করলে আজ সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন। এ সময় সোলায়মানের স্ত্রী অন্তঃসত্ত্বা শামীমা বেগম শ্বশুরের পাশেই ছিলেন।

তিনি স্বামী সোলায়মানকে তার বাবার মৃত্যুর সংবাদ দেন। বাবার মৃত্যু সংবাদ শুনে সোলায়মান বাড়ি থেকে বের হয়ে গাড়ি না পেয়ে হেঁটে হাসপাতালের উদ্দেশে রওনা হন। অনেকটা পথ হেঁটে এসে মজিদ জরিনা স্কুল অ্যান্ড কলেজ ও পল্লী বিদ্যুতের অফিসের মাঝামাঝি সড়কে এলে পেছন থেকে এসে একটি মোটরসাইকেল তার গায়ে সজোরে ধাক্কা মারলে সোলায়মান ছিটকে পড়ে গিয়ে অনেক রক্তক্ষরণ হয়। স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোলায়মানের স্ত্রী শামীমা বেগম বলেন, ‘আমার শ্বশুরের মৃত্যুর সংবাদ আমার স্বামীকে দিই। এমন সংবাদই দিলাম…ও আল্লাহ আমার এখন কী হইব? আমার পেটের সন্তানের কী হইব? ও তো আর ওর বাবারে দেখতে পারব না। যে আমার স্বামীরে মারল ওর বিচার চাই আমি। আমার নিজেরে আমি কেমনে বুঝ দিব?’

নিহতদের স্বজন ফরহাদ শেখ বলেন, ‘সোলায়মান ওর বাবারে দেখার জন্য বিদেশ থেকে কয়েক মাস আগে আসছে। দীর্ঘদিন অসুস্থ ছিল ওর বাবা।

নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সৌরভ দেবনাথ নামের এক মোটরসাইকেলচালককে মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। এখন লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের লাশ শরীয়তপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.