বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখার মানববন্ধন
1 min readমঙ্গলবার (১৩ জুন) সকালে শরীয়তপুর শহীদমিনারের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতির শরীয়তপুর জেলা শাখা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আহ্বান জানান। তারা বলেন, মাধ্যমিক স্তরের শিক্ষা জাতীয়করণ করা এখন সময়ের দাবি। দ্রুত এ দাবি বাস্তবায়নের আহ্বানও জানান শিক্ষকরা। পরে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মাস্টার কামাল উদ্দিন আহমেদ,শরীয়তপুর জেলার সভাপতি আনোয়ার কামাল,সাধারন সম্পাদক নুরুল আমিন রতন,ফরিদপুর অঞ্চল কমিটি সিনেমার সদস্য ও নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ হাসাউজ্জামান খোকন, ডামুড্যা উপজেলার সভাপতি আলমগীর হোসেন মাঝি, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, গোসাইরহাট উপজেলার সভাপতি আনছান উদ্দিন, সাধারন সম্পাদক শেখ কামাল হোসেন, নড়িয়া উপজেলার মোসলেউদ্দিন মিয়া,জাজিরা উপজেলার সভাপতি রফিকুল ইসলাম, ভেদরগঞ্জ উপজেলার সভাপতি আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মহিবুল হাসান শোভনসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।
সংবাদ সম্পর্কে আপনার মতামত