শরীয়তপুরে ৫০ গ্রামে ঈদুল আজহা বুধবার
1 min readসৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার শরীয়তপুরের ছয় উপজেলার অন্তত ৫০ গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে।
সুরেশ্বর দরবার শরীফের গদীনশীল পীর ছৈয়দ শাহ নুরে কামাল নুরী এর ভাই ছৈয়দ শাহ নুরে বেলাল নুরী ঈদের নামাজে ইমামতি করেন।
সুরেশ্বর দরবার শরীফের গদীনশীল পীর ছৈয়দ শাহ নুরে কামাল নুরী বলেন, আমরা আরবি তারিখ ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখেই ঈদ পালন করি। সৌদি আরবসহ পৃথিবীর আরো অনেক রাষ্ট্রে আজকে ইদুল আযহা। তাই আমরা চাঁদের সাথে মিল রেখে সকাল পৌনে ১০টায় ঈদুল আজহার নামাজ আদায় করেছি।
ঈদের নামাষ শেষে সুরেশ্বর দরবার শরিফের অনুসারী ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ঈদ উদযাপন করবেন। নামাজ শেষে শাহ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা খিচুড়ি ও সেমাইসহ মিষ্টি জাতীয় খাবার খাবেন।
সুরেশ্বর দরবার শরিফ সূত্র জানায়, সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বুধবার ঈদুল আজহা পালন করবে। তাই তাদের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের শাহ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা ঈদুল আজহা উদযাপন করবেন। শুধু ঈদ না সব ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করেন তারা।
জান শরিফ শাহ সুরেশ্বরী নামক এক সুফি এ দরবার প্রতিষ্ঠা করেন। নড়িয়া উপজেলায় সুরেশ্বর গ্রামের পদ্মা পাড়ে অবস্থিত দরবার শরিফটি।
সুরেশ্বর দরবার শরিফের পির বেলাল নূরী বলেন, প্রতিবছর আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছি।
সংবাদ সম্পর্কে আপনার মতামত