জেড এইচ সিকদার বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী র্যালী
1 min readবিশ্ববিদ্যালয় প্রতিনিধি// গতকাল সোমবার জেড.এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি” আয়োজনে র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্ত্বরে শেষ হয়।এর পরে স্ব স্ব অবস্থানে দাঁড়িয়ে ০১ (এক) মিনিট “মাদককে না বলুন” কর্মসূচি পালন করা হয় । র্যালি শেষে কমিটির সভাপতি এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মু: মুস্তাফিজুর রহমান সকলের কাছে মাদকদ্রব্যের কুফল তুলে ধরেন এবং উপস্থিত সকলকে “মাদককে না বলুন” এর আহবান করেন।এসময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মিজানুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইংরেজি বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আইন বিভাগ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রক্টর, আইন বিভাগের সহকারী অধ্যাপক ও কমিটির সদস্য-সচিব মো: ইমামুনুর রহমান, মকফর উদ্দীন সিকদার হল ও মনোয়ারা সিকদার হলের প্রভোস্টবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক-কর্মকর্তা, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয়য়ে মঞ্জুরি কমিশনের নির্দেশনার প্রেক্ষিতে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে “Say No to Drugs” শিরোনামে জেড.এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাদক বিরোধী র্যালীটি অনুষ্ঠিত হয়
সংবাদ সম্পর্কে আপনার মতামত