শরীয়তপুরে আরো ১৭৯টি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে

1 min read

বাসস : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের উপহারের চতুর্থ পর্যায়ের ২য় ধাপে শরীয়তপুরে আরো ১৭৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হবে। আগামী বুধবার ঘর হস্তান্তর ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর জাজিরায় ১৪২টি ও ভেদরগঞ্জে ৩৭টি মোট ১৭৯টি পরিবারের হাতে জমির দলিল, হস্তান্তরসহ ঘরের দখল বুঝিয়ে দেয়া হবে। এছাড়াও শরীয়তপুরের গোসাইরহাট উপজেলাকে ভূমিহীন মুক্ত ও গৃহহীন মুক্ত হিসেবেও ঘোষণা করা হবে জানানো হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ তালুকদার প্রমুখ।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.