শরীয়তপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে আলোর মিছিল
1 min readশ্রী সমীর চন্দ্র শীল// শরীয়তপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ ও তার অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখা ও অঙ্গ সংগঠনের আয়োজনে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল অনুষ্ঠিত।
সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সোমবার (১৪ আগষ্ট ২০২৩) সন্ধ্যায় পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দির থেকে একটি আলোর মিছিল বের হয়। আলোর মিছিলটি কেন্দ্রীয় মন্দির থেকে শুরু করেচৌরঙ্গির মোড়ে বঙ্গবন্ধুর মুর্যালে এসে শেষ হয়। আলোর মিছিল শেষে মিছিলে অংশগ্রহণকারী সকলে বঙ্গবন্ধুর মুর্যাল চত্বরে মোমবাতি প্রজ্বলন করেন। মিছিলের সাথে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১আসনের মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
এছাড়াও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি শংকর প্রসাদ চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি এডভোকেট অমিত ঘটক চৌধুরী, সাবেক সভাপতি বিমল কৃষ্ণ দেবনাথ, সাবেক সভাপতি মুকুল চন্দ্র রায়, পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি অনিক ঘটক চৌধুরী, সাধারণ সম্পাদক সুশীল দেবনাথ, সহ সভাপতি গৌরচান বনিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুদিপ্ত ঘোষ রানা, সহ-সভাপতি সত্যজিৎ ঘোষ, সুজাতা রানী দে, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল পাল,
সাংগঠনিক সম্পাদক মিন্টু পাল, পলাশ রায়, রিপন সাধু, অর্থ সম্পাদক মিন্টু পোদ্দার, যুব বিষয়ক সম্পাদক সঞ্জীব পাল, ছাত্র বিষয়ক সম্পাদক সনজিত কুমার দত্ত, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমল শীল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি সমীর চন্দ্র শীল, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি সৈকত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রুপক চক্রবর্তী, যুব ঐক্য পরিষদ জেলা শাখার সহ সভাপতি বিশ্বজিৎ দে, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ বেপারী, যুব ঐক্য পরিষদ নড়িয়া উপজেলার সভাপতি ইঞ্জিনিয়ার অজিত বাছার, ডামুড্যা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিমুল গুহ, ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার সহ সভাপতি সঞ্জয় অধিকারী, রবিন ঘোষ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিজিৎ সরকার, দপ্তর সম্পাদক আদর দাস, প্রচার সম্পাদক সজীব দে, সহ আইন বিষয়ক সম্পাদক অপূর্ব সাহা, সদস্য বাধন চক্রবর্তী সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা ও তার আওতাধীন বিভিন্ন উপজেলার সাথে নেতৃবৃন্দ।
সংবাদ সম্পর্কে আপনার মতামত