শরীয়তপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে গনঅনশন ও গন অবস্থান অনুষ্ঠিত
1 min readসমীর চন্দ্র শীল, শরীয়তপুর সদর, বাংলাদেশের বর্তমান সরকারের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ও পালিত টানা ৪৮ ঘন্টার গনঅনশন ও গন অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সারা বাংলাদেশের ন্যায় শরীয়তপুরেও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গনঅনশন ও গন অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩শে সেপ্টেম্বর ২০২৩) পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শরীয়তপুর জেলা শাখার সভাপতি শংকর প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শরীয়তপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমল শীল এর সঞ্চালনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখা বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত গনঅনশন ও গনঅবস্থান অনুষ্ঠিত হয়েছে।
গনঅনশন ও গনঅবস্থানে উপস্থিত ছিলেন এবং নেতৃবৃন্দের মধ্যে বক্তব্যে রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি শংকর প্রসাদ চৌধুরী, সহ-সভাপতি হরলাল মৈশাল, সত্যজিৎ ঘোষ,
সুজাতা রানী দে, শ্যামল কৃষ্ণ মালাকার, শংকর দত্ত, সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল পাল, সাংগঠনিক সম্পাদক মিন্টু পাল, পলাশ লোধ রায়, রিপন সাধু, অর্থ সম্পাদক মিন্টু পোদ্দার, প্রচার সম্পাদক রামচন্দ্র সাহা, সদস্য কমল সাহা, ডামুড্যা উপজেলার সাধারণ সম্পাদক নির্মল মালো, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি সমীর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক নিলয় ভট্টাচার্য, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুপক চক্রবর্তী, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সহ সভাপতি বিশ্বজিৎ দে, অর্থ বিষয়ক সম্পাদক শরৎ চন্দ্র দাস, নড়িয়া উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার অজিত বাছার, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিষ সেন, ডামুড্যা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিমুল গুহ, সদর উপজেলার সহ সভাপতি হৃদয় সরকার, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার দপ্তর সম্পাদক আদর, মুক্তিযুদ্ধ গবেষনা বিষয়ক সম্পাদক সম্রাট চক্রবর্তী সহ প্রমুখ।
উল্লেখ বাংলাদেশের বর্তমান সরকারের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবী গুলো হলো ১. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ২. বৈষম্য বিলোপ আইন প্রণয়ন ৩ দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন ৪. জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ৫. অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন যথাযথ বাস্তবায়ন ৬. পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইন যথাযথ বাস্তবায়ন ৭. সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন।
সংবাদ সম্পর্কে আপনার মতামত