পুলিশের সাথে জননিরাপত্তা সচিব এর মতবিনিময় সভা
1 min readশরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
শরীয়তপুরে জেলা পুলিশ কর্মকর্তাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান, ডিআইও-২ মোঃ কামরুল ইসলামসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, জেলা পুলিশ, সিআইডি, নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন বিষয দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের পক্ষ থেকে সিনিয়র সচিব শরীয়তপুরের কৃতিসন্তান মোঃ আখতার হোসেন এর শুভ আগমন উপলক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারকটি তুলেদেন পুলিশ সুপার, এস. এম. আশরাফুজ্জামান।
এর পরে নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন গোসাইরহাট উপজেলার আলাওলপুরে তার নিজ বাড়িতে বাদ জুম্মার নামাজ আদায় করে তার পিতা-মাতাসহ পারিবারিক কবরস্থানে শায়িত সকল আত্মীয়স্বজনের কবর জিয়ারত ও তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসাইন ও গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন।
সংবাদ সম্পর্কে আপনার মতামত