জেড. এইচ. সিকদার বিশ্ববিদ্যালয়ে রুপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্রর প্রভাব বিষয়ে সেমিনার

1 min read

নিজস্ব প্রতিনিধি//  ১১ই অক্টোবর  বুধবার  জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে “THE ROOPPUR NUCLEAR POWER PLANT AND IT’S IMPACT ON BANGLADESH: RESPONSIBILITIES AND DEMANDS OF ELECTRICAL ENGINEERS” শিরোনামে এক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মূল বক্তা হিসাবে ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার মো. মাজহারুল ইসলাম।
সেমিনারের মূল আলোচনার বিষয়বস্তু ছিলো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যাত্রা কিভাবে ও কত সালে থেকে ও বর্তমান পৃথিবীতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অবস্থা; বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান, পরিকল্পনা, নির্মাণ ও আবকাঠামো, নিরাপত্তা বৈশিষ্ট্য; রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফলে বাংলাদেশে কিভাবে লাভবান হবেন এবং এর ফলে সম্ভাব্য কি ক্ষতির হতে পাররে; একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি কি ভূমিকা তা বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সেমিনার উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষার্থী সহ অন্যান্য বিভাগের শিক্ষার্থী।
আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক মো. মুশফিকুল বারী এবং বিশ্বজিৎ চক্রবর্তী।
সেমিনারের সমাপনী বক্তব্য রাখেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ও চেয়ারম্যান সনেট কুমার সাহা । তিনি তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যলায়ের প্রধান একাডেমিক বৈশিষ্ট্য গুলো হচ্ছে এখানে নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্স, প্রজেক্ট প্রদর্শনী, সিম্পোজিয়াম ও গবেষণা হবে কারণ এই গুলো মাধ্যমে একটি জাতি ও সমাজ এগিয়ে যায়। আমাদের এই প্রোগ্রাম অব্যাহত থাকবে”।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.