পুলিশ ও জনগনের বন্ধনই পারে দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে।
1 min readশরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। ভেদরগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল জব্বার রাড়ির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি সালাহউদ্দীন মাদবর, রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিপ্লব সিকদার, ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন মোল্যা, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম রাড়ি, সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান ঢালী।
পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান বলেন, পুলিশ সমাজে অপরাধ দমনে ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে শরীয়তপুরসহ সারাদেশে বিশেষ ভূমিকা রেখে চলছে। করোনাসহ বিভিন্ন দূর্যোগে শরীয়তপুর জেলা পুলিশ অতন্দ্র প্রহরীর ন্যায় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। পুলিশ সুপার করোনা কালে শরীয়তপুর জেলা পুলিশের সাথে কমিউনিটি পুলিশিং সদস্যদের অবদানকে স্মরণ কেন্দ্র বলেন, আমাদের জেলায় যে সামাজিক ও ধর্মীয় সম্প্রতি আছে এটি আমরা দৃঢ়ভাবে বজায় রাখবো এবং পুলিশের জনসেবা আরও বৃদ্ধি করবো। জনগণ ও পুলিশ নিয়ে আমাদের বন্ধন আরো শক্তিশালী হবে। যা দেশে অপরাধ দমনে সহায়ক ভূমিকা পালন করবে। একমাত্র জনগণ ও পুলিশের বন্ধনই পারে দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত