কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা শুভ উদ্বোধন

শরীয়তপুর পত্রিকা  প্রতিবেদকঃ

৩১৯ কোটি টাকা ব্যয়ে, শরীয়তপুর পনি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে শরীয়তপুর জেলার কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা প্রকল্পের শুভ উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে সারা দেশে নদীভাঙন রোধে কাজের গুণগতমান ঠিক রেখে কাজ করছেন পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড। পরিকল্পিতভাবে কাজ করায় দেশের অনেক স্থানই নদীভাঙনের হাত থেকে ইতিমধ্যেই রক্ষা পেয়েছে। শরীয়তপুরের নড়িয়ার পদ্মার বাম তীর ও ডান তীর ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে। ফলে পদ্মার উভয় তীরে জমির দাম বেড়ে গেছে। মানুষের জীবনযাপনে আধুনিকতার ছোঁয়া লেগেছে।

৯ মার্চ বুধবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মার শাখা নদী কীর্তিনাশা নদীর উভয় তীর রক্ষা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, কীর্তিনাশা নদীর ৩১ কিলোমিটারের মধ্যে ঝুঁকিপূর্ণ ১২ কিলোমিটার রক্ষায় ৩১৯ কোটি টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পটিকে ২২টি ভাগে ভাগ করে কাজের গুণগতমান ঠিক রেখে দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করা হবে।

এ ছাড়া নড়িয়ার মোক্তারের চর থেক জাজিরা উপজেলার পদ্মার ডান তীরে নতুন করে আরও ৬ কিলোমিটারের একটি প্রকল্প গ্রহণ করার আশ্বাস দেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।

কীর্তিনাশা নদীর উভয় তীর রক্ষার প্রকল্পের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আবদুল হেকিম, প্রকল্প পরিচালক ও শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ প্রকল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.