ডামুড্যা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০ টার সময় ডামুড্যা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়  । মহড়া শেষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমাজসেবা অফিসার মোঃ ওবায়দুর রহমান, দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, আইসিটি কর্মকর্তা মোঃ লিটন মুন্সি, ফায়ার সার্ভিস স্টেশন (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবু দাউদ সহ অন্যান্য কর্মকর্তাগণ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ বলেন, সম্প্রতি সময়ে গ্যাস সিলিন্ডারের অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। অগ্নিকাণ্ড সম্পর্কে আমাদের ছোট বড় সকলের প্রাথমিক ধারনা থাকা উচিত। আমরা একটু সচেতন এবং বিষয়টা জানা থাকলে বিপদ কালীন সময়ে সুফল পেতে পারি আমাদের প্রত্যেকের জরুরী সেবা ৯৯৯ এবং ফায়ার সার্ভিসের নাম্বার ১৬১৬৩ জানা থাকা প্রয়োজন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.