টিসিবির পণ্য বিক্রয়ের উপর উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে গোসাইরহাট উপজেলার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি’র) পণ্য বিক্রয়ের উপর প্রেস ব্রিফিং করা হয়। শুক্রবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন। ব্রিফিং এ জানানো হয়, গোসাইরহাট উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় টিসিবির পণ্য সরকার কর্তৃক ধার্যকৃত মূল্যে বিক্রয় করা হবে। গোসাইরহাটে টিসিবি কর্তৃক বরাদ্দকৃত কার্ডের সংখ্যা ৫ হাজার ৮৪০। ২ লিটার তেল ২২০ টাকায়, ২ কেজি চিনি ১১০ টাকায় এবং ২ কেজি মসুর ডাল ১৩০ টাকায় মোট ৪৬০ টাকায় বিক্রয় করা হবে। পৌরসভা, কুচাইপট্টি ও গোসাইরহাট ইউনিয়নের ডিলার মেসার্স রোজ ট্রেডিং কর্পোরেশন, প্রোপাইটার এমদাদ হোসেন বাবলু মৃধা, সামন্তসার, নাগেরপাড়া এবং আলালপুর ইউনিয়নের ডিলার মেসার্স ফরাজী এন্টারপ্রাইজ, প্রোপাইটার মো. মোস্তফা কামাল ফরাজী, এবং ইদিলপুর, নলমুড়ি ও কোদালপুর ইউনিয়নের ডিলার মেসার্স হাওলাদার, প্রোপাইটার মো. জসিম উদ্দিন হাওলাদার। সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি মানুষকে পণ্য টিসিবি’র মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন এরই অংশ হিসেবে গোসাইরহাটে এই কার্যক্রমটি চালু হওয়ার কথা রয়েছে।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল এর সহকারী প্রকৌশলী মোঃ খাইরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রিপন মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন টিসিবি এবং ডিলারবৃন্দ।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.