চাঁদপুর-শরীয়তপুর সীমানায় চরের মাটি কেঁটে বিক্রি || ২৮টি ট্রাক্টরসহ ২টি ভেকু জব্দ

1 min read

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

শরীয়তপুর-চাঁদপুর সীমানায় চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে ভেকু দিয়ে চরের মাটি কেঁটে ইট ভাটায় বিক্রি করছে একটি অসাধু চক্র। উপজেলায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্রিক ফিল্ডে নদীর তীরবর্তী এসব চরের মাটি বিক্রি করে আসছে।

মাটি কেঁটে নিয়ে যাওয়ার সময় গতকাল (১৯ মার্চ) শনিবার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে
ইব্রাহিমপুরে আলুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন চাঁদপুরের জেলা প্রশাসন।
চাঁদপুর সদর উপজেলার এসিল্যান্ড মো: হেলাল চৌধুরী জানান, ঘটনাস্থলে পৌছলে মাটি খেকোরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভাব হয়নি । তবে ২৮টি মাটির পরিবহন ট্রাক্টর ও ২টি মাটি কাটার ভেকু রেখে মাটিকাটার লোকজন পালিয়ে যায়।
জব্দকৃত মালামাল স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
অভিযানে চাঁদপুর সদর মডেল থানার ও আলু বাজার নৌ-পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.