২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২২ শ্রদ্ধা নিবেদন করেন, সেচ্ছাসেবক লীগ

1 min read

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২২।বাঙালি জাতির এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। সাত কোটি বাঙালিকে জানিয়ে দেন যে যেখানে আছে সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে হবে ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। স্বাধীনতার সেই ঘোষণা পেয়ে বীর বাঙালি ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করে “লাল-সবুজের পতাকা। পৃথিবীর মানচিত্রে  আরেকটি দেশের নাম “বাংলাদেশ”

ভেদরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর ভাসকর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন, সেচ্ছাসেবক লীগের  সভাপতি মুন্না সিকদার।

পরবর্তীতে ভেদরগঞ্জ উপজেলার  বিভিন্ন সরকারি অফিস,  মুক্তিযোদ্ধা কমান্ড, রাজনৈতিক অঙ্গসংগঠন সহ বিভিন্ন স্তরের সাধারন মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.