আরশি নগর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করলেন চেয়ারম্যান মাহববুল আলম সরদার
শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
ভেদরগঞ্জ উপজেলার আরশি নগর ইউনিয়নের ৭০০ জন জেলেদের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। নদীতে নিশেধাজ্ঞা ইলিশ আহরণ থেকে বিরত থাকায় এ চাল বিতরণ করা হয়। ২৬ মার্চ ভেদরগঞ্জ উপজেলার আরশি নগর ইউনিয়ন পরিষদ মাঠ থেকে জেলেদের ভিজিএফের চাল বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহববুল আলম (আলম সরদার)।
এ সময় উপস্থিত ছিলেন,ট্যাগ অফিসার মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত সদস্য গন উপস্থিত ছিলেন।। জাটকা ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ সময় সকল জেলেরা জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকবে। এই নিষিদ্ধকালিন সময় সহায়তা কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
এ সময় আরশি নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ভিজিএফের চাল জেলেদের মাঝে বিতরণ করি,প্রতি জেলে কে ৫০ কেজি+ ৩০ কেজি মোট ৮০ কেজি জেলেদের মাঝে এই চাল বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, জাটকা ইলিশ রক্ষার জন্য জেলে ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্পর্কে আপনার মতামত