সখিপুর উত্তর তারাবুনিয়ায় বাজার টয়লেটের পাশ থেকে শিশুর লাশ উদ্ধার
1 min readসখিপুর বিশেষ প্রতিনিধিঃ
শরীয়তপুরের সখিপুর উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালামিয়া সরকার কান্দি গ্রামে হাবিবুল্লাহ মোল্লা (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ ৪ এপ্রিল সোমবার সকাল ৮ টার দিকে উত্তর তারাবুনিয়ার চেয়ারম্যান বাজার পাবলিক টয়লেটের পাশ থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বাজারের পাবলিক টয়লেটের পাশে একটি শিশুর লাশ দেখতে পাই, আমরা বাজারের লোকজন কে খবর দিলে, আশে পাশের লোকজন চলে আসে। পরে ওয়ার্ডের গ্রাম পুলিশ জাহাঙ্গীর মাঝী সখিপুর থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘঠনার স্থানে এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। স্থানীয়রা বলেন, এই শিশুটি মারা গেছে কিভাবে আমরা জানিনা, যদি এই শিশুটিকে কেউ হত্যা করে তাহল তাদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার দাবি করেন স্থানীয়রা।
স্থানীয় সুত্রে জানাযায় রাজ্জাক আলী মোল্লার
সাথে ৭ বছর আগে বিবাহ হয় হালিমার।সাংসারিক সমস্যার কারনে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, পরে নানির কাছেই থাকতো মৃত শিশু হাবিবউল্লাহ ও ছোট ভাই মেহেদী। বেশ কিছু দিন আগে আবার শিশুটির মা- হালিমা মাসুদ নামে এক ছেলেকে বিবাহ করে, মাসুদের বাড়ি যশোর হালিমা জানান। তারা উত্তর তারাবুনিয়ায় আবুল হোসেন প্রধানীয়ার বাড়িতে ভাড়া থাকেন।
(৩ এপ্রিল) রবিবার সন্ধায় নানির বাড়ি থেকে ইফতারের সময় বাহির হন বলে জানান নানি, মায়ের কাছে গিয়েছিলো সেখান থেকে আবার চলে আসে, আমি ভেবেছিলাম মার কাছে আছে, মা মনে করেছিলো নানির কাছে আছে, কিন্তু আজ সকালে দেখি নাতির লাশ, কারা এই কাম করলো জানিনা। আমি তাদের বিচার চাই।
স্থানীয়রা আরো বলেন,যদি কেউ বাচ্চা কে শত্রুতা করে মেরে ফেলে হাতলে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আকতার আসামী বলেন,
শিশুর ঘটনাটি আজ সকালে শুনেছি কিভাবে হয়েছে জানি না। কে বা কারা বাচ্চা কে হত্যা করে বাজারের পাবলিক টয়লেটের পাশে রেখেগেছে, তদন্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এবিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিচ্ছিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, কিভাবে মারা গেছে জানতে পারিনি, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে, রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত