গোসাইরহাট উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে দেশের ভুমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে কাজ করে যাছে বর্তমান সরকার।

শরীয়তপুর জেলায় তৃতীয় পর্যায়ে ১৭০ টি ভুমিহীন ও গৃহহীনদের এই ঘর দেয়া হছে বিভিন্ন উপজেলার ইউনিয়নে এর কাজ শেষের দিকে।তাই গোসাইরহাট উপজেলায় ৩২ টা বরাদ্দ করা হয়েছে, ২৫ টা হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে।

তাই পুর্বের দেয়া ঘরগুলোর নানা অনিয়ম আর নিম্নমানের সামগ্রী এবং অনুপোযোগী স্থানে ঘর নির্মাণের ফলে কয়েকটি এলাকায় ঘর ভেঙে যায় এবং ধসে যাওয়ার অভিযোগ পাওয়া যায় তাই এবার তৃতীয় পর্যায়ে আগের থেকে নকশা পরিবর্তন ও কাজের মান উন্নয়নে জন্য অর্থ বাড়ানো হয়েছে যার ব্যয় দুই লক্ষ উনষাট হাজার টাকা। তাই তৃতীয় পর্যায়ের ঘরগুলো অনেক টেকসই মানসম্পন্ন উন্নত সামগ্রী ধারা তৈরি করা হয়েছে যেগুলো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় বৃষ্টি ইহা  ধসে পড়ার সঙ্কা নেই বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

এ সময় উপস্থিত ছিলেন,গোসাইরহাট উপজেলা নির্বাহি অফিসার মোঃ আলমগীর হোসাইন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন দাশগুপ্ত, উপজেলা প্রকল্প অফিসার তাহমিনা আক্তার চৌধুরী।

গোসাইরহাট প্রেসক্লাবের সভাপতি নাজমুল হাসান শামিম ও সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল ফরাজী সহ পিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.