মাদারীপুর র্যাবের একটি আভিযানিক দল ১০ কেজি গাঁজাসহ হাতেনাত একজন গ্রেপ্তার
1 min readভেদরগঞ্জ প্রতিনিধিঃ
শরীয়তপুর ভেদরগঞ্জ থেকে হরযত আলী (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেছে মাদারীপুর র্যাবের একটি আভিযানিক দল। আটককৃত আসামী কুমিল্লা জেলার তিতাস থানাধীন রঘুনাথপুর এলাকার মৃত হোসেন মোল্লার ছেলে বলে জানাযায়।
শুক্রবার (১৩ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিক্তিতে র্যাব -৮ এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে শরীয়তর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন এম, এ, রেজা ডিগ্রি কলেজের মেইন গেটের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী হযরত আলী (৪২) কে ১০ কেজি গাঁজা সহ হাতেনাতে আটককরে। এসময় তার কাছ থেকে মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ২টি সীমকার্ড এবং নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামী র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা হতে চাঁদপুর ফেরিঘাট ব্যবহার করে শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে শরীয়তপুর ভেদরগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত