অটো উল্টিয়ে ৪৮নং দক্ষিন সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত

1 min read

ভেদরগঞ্জ প্রতিনিধিঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৪৮নং দক্ষিন সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম (৫০) ও আরশিনগর মাদবর কান্দি  ৮০নং চরসেনসাস প্রধান শিক্ষক ইউসুফ মিয়া সহ  দাপ্তরিক কাজে সকাল ৮ টায় ভেদরগঞ্জ যাওয়ার পথে শরীয়তপুর নসিংহপুর ফেরীঘাট টু বালার বাজার রাস্তায় গাজী কান্দি, স্থানে অটো উল্টিয়ে তলপেটে আঘাত প্রাপ্ত হন শিক্ষক  রেজাউল করিম। এলাকার স্থানীয় জনগন উদ্ধার  করেন।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স  হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য  বিকাল ৩ টায় লঞ্চে করে ঢাকা নিয়ে যাওয়া হয়।  প্রচন্ড ব্যাথার কারনে সদরঘাট ন্যাশনাল হাসপাতালে  নিয়ে গেলে  বহির্বিভাগের কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)
তাহার স্ত্রী উম্মে রওমান ৮নং চরসেনসাস স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন । ৩১মে  মঙ্গলবার সকাল ১০ টায় তাহার নিজ বাড়ীতে জানাযার নামাজ অনুষ্ঠিত  হয় ।
  ৪৮নং দক্ষিণ সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বলেন,প্রধান শিক্ষক রেজাউল করিম স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে  শোকাহত । শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করি।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.