ঠিকাদারের অবহেলায় জন দুরর্ভোগ
বিশেষ প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বেপারী কান্দি পাতনা গ্রামের যাতায়াতকারীদের ভোগান্তি শেষ নাই। ঠিকাদারঃ ইমন (ডামুড্যা) তার অবোহেলার কারন সাধারন জনগন, সরকারি প্রাঃ ঙ্কুলের ছোট ছোট শিক্ষার্থীদের দৈনিক খেওয়া দিয়ে ৫/১০টাকা দিয়ে পার হওয়া অনেক কষ্ট পাচ্ছে পরিবার। ঠিকাদারের কাজ শুরু হওয়ার কথা ছিল তাঃ ১০/৪/২২ইং এবং শেষ হওয়ার কথা তাঃ ২২/২/২৩ইং কিন্ত ঠিকাদার সময় মত কাজ না করায় এই ভোকন্তির শিকার হতে হয় এলাকাবাসীর। তাই দ্রুত ব্রিজের কাজ সম্পর্ন করার দাবি যানায় এলাকাবাসী এবং বিকল্প কাঠের পোল ব্যবস্থা নেওয়া জন্য এল জি ডি কর্মকর্তা কাছে দাবি যানায়।
এ বিষয় ঠিকাদার ইমন কে ফোন করলে সে ফোন রিসিভ করেননি।
ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, ঠিকাদার কে বলছি আগামী ২৪ ঘন্টার মধ্যে জনগণের যাতায়াতের সু ব্যবস্থা নেওয়ার জন্য।
সংবাদ সম্পর্কে আপনার মতামত