শরীয়তপুর নড়িয়া উপজেলার মুক্তি যোদ্ধাদের ঘর নির্মাণ হচ্ছে নিম্নমানের ইট দিয়ে

1 min read

শরীয়তপুর পত্রিকা  প্রতিবেদকঃ

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ২৭ জুন রোজ রবিবার ভোজেশ্বর ইউনিয়নে সরজমিনে দেখা যায়,
ভোজেশ্বর ৩ নং ওয়াড,গ্রামঃ মাশুরা মুক্তি যোদ্ধা মাস্টার আসিত কুমার  দাষের বাড়ির সামনে কিছু ইট সাজানো, পরে আসিত কোমার দাষের সাথে কথা বলে যানা যায়, প্রধানমন্ত্রীর মুক্তি যোদ্ধাদের উপহার দেয়ার ঘরের নির্মাণ কাজ করার জন্য আলমগীর নামের এক ঠিকাদার এই ইট এনে রেখেছেন , মাষ্টার আসিত কুমার বলেন,  ইট নিম্ন মানের হওয়ায় কারনে তিনি  খোব প্রকাশ করেন এবং সেই সাথে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন,পরে নির্বাহী কর্মকর্তা তাকে বলেছেন নিম্ন মানের ইট হলে আপনে ইট গুলো  ফিরত দিয়ে দিবেন।ভোজেশ্বর ইউনিয়নের ৩ নং ওয়াডের মশুরা গ্রামের বীর মুক্তি যোদ্ধা মজিবর রহমান বলেন, আমি সরল- সুজা হয়াতে ঠিকাদার- অলিল বন্ধকছি আমাকে নিম্ন মানের ইট দিয়ে ঘর নির্মাণ করে দিতাছে যেনো দেখার কেউ নাই।একই ইউনিয়নের ৪ নং ওয়াডের, পাঁচক গ্রামে মৃত্যু শহিদ বীর মুক্তি যোদ্ধা রতিন রনাত রায়ের মেয়ে মাধুরী রায় বলেন, আমাদের নিম্ন মানের ইট দিয়ে ঘর নির্মাণ করে দিচ্ছে , এবং ঘরের ভিটিতে বালু ভরাট করার জন্য ৩৫ হাজর টাকা নিয়েছে ঠিকাদার ইমরান খালাসি, আমরা হিন্দু বলে কিছু বল্তে পারছিনা। ভোজেশ্বর ৫ নং ওয়াডের চান্দনি গ্রামের বীর মুক্তি যোদ্ধা নুরুল ইসলাম বেপারী বলেন, ঠিকাদার আলমগীর নিম্ন মানের ইট আনার কারণে আমি তাকে ভালো মানের ইট আনার কথা বল্লে সে আমাকে বলে তাহলে আপনে গিয়ে ইট বাটা থেকে ইট নিয়ে আসেন। ঐ দিকে ফতেজঙ্গপুর ইউনিয়নের ৩ নং ওয়াডে শিলং ঘর গ্রামের, মৃত্যু বীর মুক্তি যোদ্ধা ইউসুফ হাওলাদারের ছেলে মোঃ জুয়েল হাওলাদার বলেন, আমাদের ঘরের ভিটি উচ্চতা ধরা আছে ৪ ফিট ৬ ইঞ্চি,
কিন্তু ঠিকাদার করছে ৩ ফিট,
ও ইটের দাম বেড়ে যাওয়ার কারনে আমার কাছ থেকে ঠিকাদার মোক্তার চৌকিদার ইটের প্রতি হাজারের জন্য ৩ হাজার টাকা করে ভক্তকি দাবি করছে,
এ বিষয় আমি নড়িয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা আহাদিকে জানালে সে বিষয় দেখবে বলে আশ্বাস দেন,কিন্তু অনেক দিন হয়ে গেছে সে কোনো পদক্ষেপ নেন নাই, সাংবাদিকদের মুঠোফোনে এক সাক্ষাৎকারে ঠিকাদার মোক্তার চৌকিদার বলেন,আমি যদি কম কাম করে থাকি তাহলে আমি কম টাকা নিবো, এ বিষয়ে নড়িয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা আহাদি সাহেবের সাথে সাক্ষাৎকার নিলে সে সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তি যোদ্ধাদের উপহার দেয়া ঘর দুই নাম্বারি করার কারো সুযোগ নাই,
যদি কেউ দুই নাম্বারি করে তাহলে আমরা তা সঠিক ভাবে ব্যবস্থা নিবো।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.