আজ কয়েকটি গ্রামে ঈদ উদযাপন
শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
শরীয়তপুরের প্রায় ২০টি গ্রামের কিছু সংখ্যক মানুষ আজ শনিবার (৯ জুলাই) ঈদুল আযহা উদযাপন করছে। এরা সবাই সুরেশ্বর দরবার শরীফের অনুসারী। প্রতিবছরের ন্যায় সৌদি আরবের সঙ্গে মিল রেখেই এবারও ঈদুল আজহা উদযাপন করছে তারা।
আজ শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় দরবার শরীফ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
সুরেশ্বর দরবার শরীফের গদীনশীল পীর ছৈয়দ শাহ নুরে কামাল নুরী’র ভাই ছৈয়দ শাহ নুরে বেলাল নুরী ঈদের নামাজে ইমামতি করেন।
এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে থাকা সুরেশ্বর দরবার শরীফের মুরিদরা একই সময়ে ঈদ পালন করেন। সুরেশ্বর দরবার শরীফের সব মুরিদ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে থাকেন। দরবার শরীফের অনুসারীরা প্রায় শত বছরের অধিক সময় ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত