১০০ গাঁজা তাজা গাছ উদ্ধার করলো পুলিশ।
1 min readশরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
শরীয়তপুর জাজিরায় পদ্মাসেতু দক্ষিণ থানায় ১০০ গাঁজা তাজা গাছ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১জুলাই) শরীয়তপুরের জাজিরা উপজেলা পূর্ব নাওডোবা ইউনিয়নের পৈলান মোল্লার কান্দি গ্রাম থেকে এই গাজা গাছ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান গাঁজার চাষ করছেন হারুন মাদবরের ছেলে সুরুজ মাদবর।
স্থানিয়রা বাড়ির ভেতরে প্রবেশের পর দেখা যায় সারি-সারি গাঁজা গাছের চাষ রয়েছে সেখানে। বাড়ির আঙ্গিনার চাষাবাদের পাশাপাশি ভেতরে কাপরদিয়ে আটকানো আরও একটি গোপন জায়গায় বেশ কিছু গাছ পাওয়া যায়।
বাড়ির মধ্যে প্রবেশ করা মাত্রই বাড়ির মালিক সুরুজ মাদবর বাড়ি থেকে পালিয়ে অন্যত্র চলে যায়। অনেক খোজাখুজি করেও বাড়ির মালিক এবং গাঁজা গাছের চাষি সুরুজ মাদবরকে আর পায়নী পুলিশ।
স্থানীয়রা জানায়, সুরুজ মাদবর (৪০) এবং তার স্ত্রী সুমি বেগম(৩৫) মিলে দীর্ঘদিন যাবত এখানে গাজার চাষ এবং গাজার বিক্রির পাশাপাশি প্রতিদিন গাজার আসর মিলিয়ে যাচ্ছিলো। সুরুজ মাদবর তার বাড়িতে শুধু গাঁজা গাছের চাষই নয়। আরও অনেক ধরনের অপকর্মের সাথে লিপ্ত রয়েছে এই পরিবার। আমরা তাদের ভয়ে কিছু বলতে পারিনা। এমনকি তারা বাড়ির আশেপাশে কাউকে আসতে দেয়না।
পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আমরা খবর পেয়ে গাজা গাছগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে গাজা গাছের চাষীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মামলা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত