সদর হাসপাতালে রোগীকে মারধর, ভিডিও ভাইরাল

1 min read

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

শরীয়তপুর সদর হাসপাতালে সেবা নিতে এসে চিকিৎসকের চড়-লাথি খেলেন এক রোগী। রোববার (১৪ আগস্ট) দুপুর থেকে এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

২ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. মোহাম্মদ আকরাম এলাহী এক রোগীকে চর-থাপ্পড়সহ লাথি মারছেন। দুই পা জড়িয়ে ধরার পরও ওই রোগীকে বেধড়ক মারধর করে ধমকাচ্ছেন তিনি। তবে সংবাদটি লেখা পর্যন্ত ওই রোগীর পরিচয় পাওয়া যায়নি।

এর আগে শনিবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে চিকিৎসক আকরাম এলাহী বলেন, আমার সহকারীর গায়ে হাত তোলার পর তাকে মারধর করেছি। এতে আমার দোষ কোথায়?

ওই চিকিৎসকের সহকারী আতাউর রহমান বলেন, আমি অসুস্থ। ওই লোক বিনা কারণে আমার বুকে ঘুসি মারে। বিষয়টি আমি স্যারকে জানিয়েছি।

এ বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহান বলেন, ওই রোগী এখনো কোনো অভিযোগ করেননি। তবে আমি শুনেছি ওই ঘটনাটি নাকি মীমাংসা হয়ে গেছে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.