শরীয়তপুর সাহিত্য সংসদের আলোচনা ও কবিতা পা ঠ

প্রেস ব্রি‌ফিংঃ
গতকাল ১২ ভাদ্র ২৭ আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ৪৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর সাহিত্য সংসদ এর উদ্যোগে কাঁটাবন কবিতা ক্যাফে কবির জীবন নিয়ে আলোচনা ও কবিকে নিবেদিত কবিতা পাঠের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মাহমুদ শফিক ও নজরুল গবেষক কবি হাসান আলীম।
সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক সুপান্থ মিজান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ও প্রাবন্ধিক কামরুল হাসান।
অন্যান্যদের মধ্যে আলোচনা ও কবিতা পাঠ করেন– কবি নাজমুল আহসান, মোঃ মজিবুর রহমান,  নজরুল ইসলাম শান্ত, সুলতান মাহমদ সজীব , সুদর্শন বাছার, মোতালেব হোসেন,  শেখ বিপ্লব হোসেন রাসেল খান, খাদিজা বেগম কান্তা, খান নজরুল ইসলাম, হোসাইন মোহাম্মদ দেলোয়ার, দয়াল ফারুক, প্রমুখ।

এছারাও উপ‌স্হিত অা‌রো  ছি‌লেন ভেদরগঞ্জ পৌরসভাস্থ উন্মুক্ত গ্রন্থাগার এর প্র‌তিষ্ঠাতা মা‌নিক হো‌সেন ও শরীয়তপুর পোর্টা‌ল গ্রন্থাগা‌রের গ্রন্থগা‌রিক সুলতান মাহমুদ।

এ অাস‌রে শরীয়তপুর জেলা সহ বি‌ভিন্ন জেলার ক‌বি লেখক গণ, সা‌হিত্য‌বোদ্ধাগণ উপ‌স্থিত ছি‌লেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.