শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত

1 min read

নিজস্ব প্রতিবেদকঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার আয়োজনে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন- শৃঙ্খলা সংক্রান্তে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮ টায় ২০২২ ভেদরগঞ্জ থানায় এ বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার মো: সাইফুল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবু সাঈদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইমামুল হাফিজ নাদিম, সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোঃ মুশফিকুর রহমান,

 

ভেদরগঞ্জ পৌরসভার মেয়র মো: আবুল বাশার চোকদার, ভেদরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহালুল খান বাহার, সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুজ্জামান হাওলাদার, ভেদরগঞ্জ উপজেলা বিট পুলিশিং সভাপতি আব্দুল জব্বার রাড়ী, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান রাড়ী, ভেদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুন্না সিকদার, রামভদ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান বিপ্লব সিকদার সহ অন্যান্য ইউপি চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ, বিট পুলিশ কর্মকর্তা,পূজা উদযাপন পরিষদের সদস্য এবং সাংবাদিকগণ।

মুন্না সিকদার, রামভদ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান বিপ্লব সিকদার সহ অন্যান্য ইউপি চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ, বিট পুলিশ কর্মকর্তা,পূজা উদযাপন পরিষদের সদস্য এবং সাংবাদিকগণ।

এ অনুষ্ঠানে পুলিশ সুপার মো: সাইফুল হক ভেদরগঞ্জ উপজেলায় বিট পুলিশিং ও মত বিনিময় সভায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি আরো বলেন, আগামী ১৬ ডিসেম্বর এর মধ্যে শরীয়তপুর জেলাকে মাদক ও জুয়া মুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.