শরীয়তপুর জেলায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ উদযাপন – জেলা প্রশাসক

1 min read

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

‘সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ঠা অক্টোবর মঙ্গলবার জাতীয় কন্যা শিশু দিবস- ২০২২ উদযাপন উপলক্ষ্যে শরীয়তপুরের জেলাপ্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ হাসান।

এসময় জেলাপ্রশাসক জাতীয় জীবনে কন্যা শিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন। আজকের কন্যা শিশু আগামী দিনের নারী। তাদের আগামী দিনে যোগ্য করে গড়ে তোলার জন্য যথাযথ শিক্ষা ও নিরাপদ নিশ্চিত করতে হবে মর্মে তিনি জানান। বর্তমান সরকার কন্যা শিশুদের জন্য বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহন করেছেন সেগুলো তুলে ধরেন। উক্ত আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের নারী নেতৃবৃন্দ সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.