ভেদরগঞ্জে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে শুকনো খাবার বিতরণ

শরীয়তপুর পত্রিকা  প্রতিবেদকঃ

“এসো সবাই মিলে শপথ করি, মা ইলিশ রক্ষা করি” এই স্লোগানকে সামনে রেখে মা ইলিশ আহরণ বন্ধে ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে ৮ অক্টোবর শনিবার ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাঝের চর মোল্লার বাজারে শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য, পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’র উদ্যোগে জেলাপ্রশাসক মহোদয়ের দুর্যোগ ও ত্রাণ শাখা হতে ২০০ জন মৎস্যজীবির মাঝে ২০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লা আল মামুন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান আসাদ হাওলাদার।

 উওর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অনুষ্ঠানে জেলেদের ০৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে নিষেধ করা হয়। ইলিশের অর্থনৈতিক ও ভৌগলিক গুরুত্ব বিষয়ে তাদের জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লা আল মামুন। এছাড়া বর্তমান  সরকার ভেদরগঞ্জ উপজেলার ১০১৩৮ জন জেলের জন্য ২৫ কেজি করে মোট ২৫৩.৪৫ মে: টন চাল বরাদ্দ দিয়েছে যা পর্যায় ক্রমে জেলেদের মাঝে বিতরণ করা হবে বলে জানানো হয়।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.