বীর মুক্তি যোদ্ধা আব্দুর রাজ্জাক সেতু উদ্বোধন

1 min read

বিশেষ প্রতিনিধিঃ

শরীয়তপুর সদরের বুড়িরহাট নদীর ওপর নির্মিত বীর মুক্তি যোদ্ধা আবদুর রাজ্জাক সেতুর উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ নভেম্বর) প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ভার্চুয়ালী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দেন।

ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান মন্রী শেখ হাসিনা বলেন, ‘৭৫ পরবর্তী সরকার সমুহের আমলে সড়ক যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য কোন উন্নতি হয়নি। ১৯৯৬ হতে ২০০১ এবং ২০০৯ হতে এ পর্যন্ত বর্তমান সরকারের দূরদর্শী পরিকল্পনা ও পদক্ষেপ এর কারনে বর্তমানে বাংলাদেশের সড়ক যোগাযোগ এক্সপ্রেসওয়ে যুগে প্রবেশ করতে সক্ষম হয়েছে। পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে আব্দুর রাজ্জাক সেতু এলাকায় উত্তর প্রান্তে সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, পুলিশ সুপার মোঃ সাইফুল হক, প্রকৌশলী তাপসী দাস, শরীয়তপুর পৌর মেয়র পারভেজ রহমান জন, জেলা আওয়ামীলীগের সাধারণ বাবু অনল কুমার, জেলা পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ শামীম হোসেন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ শামিম, ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর, সদর উপজেলা আ.লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর বেপারী, ডামুড্যা উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান, রুদ্রকর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালী, ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন মোল্ল্যা, কনেশ্বর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু মাদবর, শিধলকুড়া ইউপি চেয়ারম্যান শেখ মাসুদুল ইসলাম বাবুলসহ সকল স্তরের জনসাধারন।

সংশ্লিষ্টরা বলছেন, ৫ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এই সেতু উদ্বোধনের মাধ্যমে শরীয়তপুর জেলার লাখ-লাখ মানুষের যোগাযোগের ভোগান্তী লাঘব হলো।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.