শরীয়তপুরে কিশোর সন্ত্রাসী হামলায় স্কুল ছাত্র আহত

1 min read

ডেস্ক রিপোর্ট// 
শরীয়তপুরে সন্ত্রাসীরা রাকিব নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে গুরুতর আহত করেছে। ২৬ জানুয়ারি বেলা ১১টার দিকে শরীয়তপুর ঈদ গাঁ মাঠে এই ঘটনা ঘটে। আহত রাবিক শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাসখান গ্রামের রুমন ভুইয়ার ছেলে ও সৃজনশীল বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্র। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বন্ধুদের সাথে ঘুরতে এসে এ হামলার শিকার হয় রাকিব। আহত রাকিব শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আ. রাজ্জাক সরদার গত ৯ জানুয়ারী জেলা আইন-শৃঙ্খলা কমটির মাসিক সভায় বখাটে কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, ঈদ গাঁ মাঠ ঘিরে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ঈদ গাঁ মাঠ ও বালিকা বিদ্যালয়ের প্রধান ফটক ঘিরে বখাটের আড্ডা জমে। বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের যাতায়াতের সময় বখাটেরা তাদের উত্যক্ত করে। সেই দিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করনে এই মুক্তিযোদ্ধা। ইতোমধ্যে ঈদ গাঁ মাঠ ঘিরে অনেক
অপ্রিতিকর ঘটনা ঘটিয়েছে।
আহত রাকিবের সহপাঠি মাহফুজ ও মিজান জানায়, ঈদ গাঁ মাঠ থেকে শাহাজালাল রাকিবকে ডেকে নিয়ে যায়। পরে সেখানে উপস্থিত ২০/২৫ জন বখাটে রাকিবকে কুপিয়ে আহত করে। তাদের সাথে সব সময় ছুরি থাকে।
রাকিবের পিতা রুমন ভুইয়া জানায়, তার ছেলেকে কুপিয়ে আহত করার বিষয়ে পালং মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। অফিসার ইনচার্জ এই বিষয়টি তদন্ত করছেন।
পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন বলেন, এই বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। ভিকটিম ও অভিযুক্তদের সকলেই কিশোর। কেন তারা এই ধরনের ঘটনা ঘটায় সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.