শরীয়তপুরে ভোট কেন্দ্রে হামলার ঘটনায় প্রার্থীর বিরুদ্ধে মামলা

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভােট কেন্দ্রে হামলা ও অগ্নিসংযােগের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় দুইজন পরজিত সদস্য প্রার্থীসহ ২৭ ব্যক্তিকে আসামী করা হয়েছে। ওই ইউপির ৩ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী ধনু মাদবর ও তার সমর্থক আজিবর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানাে হয়েছে। পুলিশ জানায়, সােমবার সদর উপজেলার চিকন্দি ইউপি নির্বাচনে ইভিএমে ভােট গ্রহন অনুষ্ঠিত হয়। ওই ইউপির ৩ নম্বর ওয়ার্ডের পাঁচজন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। বিকাল সাড়ে পাঁচটার দিকে বগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভােট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ইমাম হােসেন ভােটের ফলাফল ঘােষনা করেন। সদস্য প্রার্থীদের ফলাফল ঘােষনা করা শেষ হলে কেন্দ্রের বাহিরে থাকা পরাজিত প্রার্থীদের সমর্থকরা ভােট কেন্দ্র লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরন ঘটাতে থাকেন। হামলাকারিরা ভােট কেন্দ্রের মাঠে থাকা পুলিশের দুটি,সহকারি প্রিসাইডিং অফিসারদের দুটি মটর সাইকেল ও ভােটের মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তারা আরেকটি মটর সাইকেল ভাংচুর করে পানিতে ফেলে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছােরে। এ সময় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইমাম হােসেন বাদী হয়ে সদরের পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সদস্য প্রার্থী হাফিজ উদ্দিন ও ধনু মাদবরসহ ২৭ ব্যক্তি ও অজ্ঞাত অনেক ব্যক্তিকে আসামী করা হয়েছে। প্রিসাইডিং অফিসার ইমাম হােসেন বলেন,ইভিএমে ভােট নেয়া হয়েছে। ভােট শেষে ফলাফলের প্রিন্ট কপি প্রার্থীদের এজেন্টের কাছে দেয়া হয় এবং ওই ফলাফল ঘােষনা করা হয়। ফলাফল ঘােষনার সাথে সাথে একদল দুর্বত্ত ভােট কেন্দ্র লক্ষ্য করে ককটেল বােমার বিস্ফোরন ঘটাতে থাকে। তাদের হামলায় পুলিশ সদস্যরা আহত হয়। ট্রাক ও ৪টি মটর সাইকেল পুরিয়ে দেয়া হয়। যারা হামলা করেছেন তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে.আক্তার হােসেন বলেন, চিকন্দি ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে পরাজিত প্রার্থী হাফিজ উদ্দিন ও ধনু মাদবরের সমর্থকরা হামলা চালিয়েছে। তাদের ও তাদের সমর্থকদের বিরুদ্ধে প্রিসাইডিং কর্মকর্তা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানাে হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.