শরীয়তপুরের ডামুড্যায় বেকার যুবতীদের বিউটিফিকেশন বিষয়ক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ উদ্বোধন
শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
শরীয়তপুরের ডামুড্যায় করোনাকালীন পরিস্থিতিতে পরিবারের আয় সচল রাখার জন্য বেকার যুবতিদের বিউটিফিকেশন বিষয়ক দক্ষতা উন্নয়নে বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় উপজেলা অফিসার্স
ক্লাবে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায়, স্থানীয়
সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির
(জাইকা) সহযোগিতায়, ডামুড্যা উপজেলা পরিষদের আয়োজনে
এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ
প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা নাহিয়ান। উপস্থিত ছিলেন (ইউডিএফ) জইকা এনামুল কবির সহ অন্যান্য কর্মকর্তাগণ। দশ দিন ব্যাপি বেকার যুব নারীদের বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণে উপজেলার ২০ জন প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত