শরিয়তপুরের ডামুড্যার চাঞ্চল্যকর ব্যাংক কর্মচারী মাসুম হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

1 min read

শরীয়তপূর পত্রিকা  প্রতিবেদকঃ

র‌্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে কতিপয় হত্যা মামলার পলাতক আসামী সম্পর্কে তথ্য পায় এবং তাহাদেরকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে তৎপরতা শুরু করে।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার কে এম শাইখ আক্তারের নেতৃত্বে অদ্য ১১ ডিসেম্বর ২০২২ইং তারিখ ১১.৩০ ঘটিকা হইতে ৬.২৩ ঘটিকা পর্যন্ত ডিএমপি ঢাকার গুলশান এবং মিরপুর-২ হইতে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ব্যাপক চাঞ্চ্যলকার বস্তাবন্দি লাশের মৃত মোঃ আজিজুর রহমান ওরফে মাসুম হত্যা মামলার মুল হোতা মাষ্টার মাইন্ড আসামী ১। মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে রাসেল(৪০), পিতা-মোঃ আবুল হোসেন দেওয়ান, মাতা: খালেদা বেগম এবং খুনের সহযোগী ২। মোঃ শহিদুল ইসলাম(৪১), পিতা-মৃত খোরশেদ আলম তালুকদার, মাতা-সুফিয়া বেগম, সর্ব সাং-বিশাকুড়ি(ওয়ার্ড নং-৩, ডামুড্যা পৌরসভা), থানা-ডামুড্যা, জেলা-শরীয়তপুরকে আটক করে। এজাহারের প্রেক্ষিতে শরীয়তপুর জেলার ডামুড্যা থানার মামলা নং ০১, তারিখ-০৩/১০/২২ ইং এর বিবরণে জানা যায় ৩০/০৯/২০২২ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন বিশাকুড়ি সাকিনস্থ ৩নং ওয়ার্ড এর মৃত মোঃ আজিজুর রহমান ওরফে মাসুম এর নিখোজের ০২ দিন পর বস্তাবন্দি লাশ উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চ্যলকর সৃষ্টি হয়।

ঘটনাটি জাতীয় পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং হত্যার বিচারের দাবীতে ব্যাপক তোলপাড় হয়। ঘটনার বিবরণে জানা য়ায় গত ৩০/০৯/২২ ইং তারিখ ০৯.০০ ঘটিকার সময় শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন বিশাকুড়ি সাকিনস্থ মোঃ আলী দেওয়ান এর পুকুর পাড়ে মৃত মোঃ আজিজুর রহমান ওরফে মাসুমসহ আরো ৩/৪ জন মিলে মাদক সেবন করা কালে নিজেদের ভিতর কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে হাতাহাতি হয়। তখন অজ্ঞাতনামা ৩/৪ জন মিলে মৃত মোঃ আজিজুর রহমান ওরফে মাসুম এর গলায় পেচিয়ে শ্বাসরোধ করে এবং মৃত্য নিশ্চিত হবার জন্য ইট দ্বারা মাথায় আঘাত করে।

পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গোপন করার জন্য বস্তায় ভরে পুকুরের মধ্যে ফেলে দেয়। পরবর্তিতে ০২দিন পর ০২ অক্টোবর ২০২২ তারিখে বস্তাভর্তি লাশ উদ্ধার করে। পরবর্তিতে পুলিশ সন্দেহভাজন মোঃ জাকির হোসেন রকি(৪০) নামের এক জন কে গ্রেফতার করে । তার স্বীকারোক্তীতে মাষ্টার মাইন্ড মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে রাসেল(৪০), এবং তার সহযোগী মোঃ শহিদুল ইসলাম(৪১) এর নাম প্রকাশ করে।

ঘটনাটি র‌্যারের নজরে আসলে রাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প, র‌্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় তদন্ত শুরু করে এবং ১১/১২/২২ ইং তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে উপরোক্ত আসামীদেরকে রাজধানী ঢাকা হতে গ্রেফতার করে । এ সংক্রান্তে মৃত মোঃ আজিজুর রহমান ওরফে মামুন এর স্ত্রী ফারজানা(২৭), বাদি হয়ে গত ০৩/১০/২২ তারিখে শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.