বালার বাজার তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৩-সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবকদের সমন্বয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

1 min read

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

বালার বাজার তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৩-সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ভাল ফলাফলের জন্য করনীয় বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) বালার বাজার  তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের   হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম আনোয়ার হোসেন বালা তার বক্তব্যে আসন্ন ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। বেশি করে ভুমিকা রাখার আহবান জানান। আগামী ৪ মাস শিক্ষার্থীদের মোবাইল ফোন থেকে সম্পর্ক ছিন্ন করে বইয়ে মনোযোগী হলে ভাল ফলাফল করা সম্ভব বলে প্রত্যয় ব্যক্ত করেন।

বালার বাজার তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের ম‍্যানেজিং কমিটির সভাপতি রফিক বালা এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক হামিদুল হক  কমিটির সদস্য  এবং অভিভাবক বৃন্দ।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.