অমর একুশে বইমেলায় বই প্রকাশ ও বিক্রির সংখ্যা অর্ধেকে নেমে আসার আশঙ্কা
1 min readএবারের অমর একুশে বইমেলায় বই প্রকাশ ও বিক্রির সংখ্যা অর্ধেকে নেমে আসার আশঙ্কা করছেন প্রকাশক-লেখকরা। কাগজের দাম দ্বিগুণ এবং বই মুদ্রণের অন্যান্য জিনিসপত্রের চড়া দামের কারণে প্রকাশকরা অন্যান্য বছরের তুলনায় এবার কম বই প্রকাশ করছেন। বইমেলার এমন চিত্র ভবিষ্যৎ শিক্ষা ও সংস্কৃতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন লেখক-প্রকাশকরা।
‘পড় বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই প্রতিপাদ্য নিয়ে চলছে এবারের বই মেলা। তবে এবারের বই মেলা শুরুর আগে থেকেই কাগজ আর মুদ্রণের জিনিসের দাম বৃদ্ধি নিয়ে শঙ্কায় ছিলেন লেখক আর প্রকাশকরা।
লেখকেরা মনে করেন, বই বিক্রি ও বই প্রকাশের সংখ্যা কমে যাওয়া সংস্কৃতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এতে মননশীল পাঠক ও লেখক তৈরি এবং নতুন সাহিত্য বিকাশ সবকিছু নিয়েই সংকট তৈরি হবে।
অনন্যা প্রকাশনীর প্রকাশক মামুন বলেন, বিলাসী লোকজন বই কেনেন না, বই কেনেন পাঠক। পাঠকের বই কেনার একটা বাজেট থাকে। অর্থনৈতিক অবস্থার কারণে এবার সেই বাজেট কমবে। তার ওপর বইয়ের বাড়ি দাম আরও চাপে ফেলবে তাদের।
কাগজের দাম নিয়ন্ত্রণে সরকারসহ সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও শেষ পর্যন্ত কোনো কাজ হয়নি বলেও অভিযোগ প্রকাশকদের।
সুত্র: অনলাইন।
সংবাদ সম্পর্কে আপনার মতামত